আজকের শীর্ষ সংবাদ

সূরা ফাতিহা সম্পর্কে জানুন

সূরা ফাতিহা সম্পর্কে জানুন
Spread the love

যখন আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করেন । মনে রাখতে হবে , সূরা ফাতিহা কেবল একটি সূরা নয় । এটা উম্মুল কোরআন । কুরআনের মা  । এই সূরা সমতুল্য আর কোন সূরা নেই ।

সূরা ফাতিহা সম্পর্কে জানুন
সূরা ফাতিহা সম্পর্কে জানুন

এটি সূরা তো অবশ্যই , পাশাপাশি এটি একটি চমৎকার দোয়া  । অথচ দেখুন , সূরা ফাতিহা যে একটু চমৎকার দোয়া , এটা আমরা বুঝতে পারি না ? কারণ, সূরা ফাতিহা কি বলতে চায় কিংবা সূরা ফাতিহায় আমরা আসলে কি 

পড়ি , সেটা আমরা কোনদিন জানার চেষ্টা করিনি । এজন্যই আমরা জানতে পারিনি কি অসাধারণত্ব বহন করছে সাত আয়াতের এই সূরা ফাতিহা  । 

সূরাটি । সাধারণত , সালাতে আমরা এত দ্রুত আর এত তাড়াহুড়োর সাথে সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি যে,  আমরা কি বলছি আর কি পড়ছি তা বুঝতেও  পারিনা । 

দেখুন , আমরা যত দ্রুত সালাতে সূরা ফাতিহা পড়ি ঠিক একই গতিতে কি আমরা আমাদের অফিসের বসের সামনে আমরা কথা বলতে পারব ? বেহাল দশা হবে না?  

অথচ আল্লাহু সুবহানাহু তা’য়ালা হলেন সম্মানিতদের মধ্যে শ্রেষ্ঠতম ।  

গুরুত্বপূর্ণ দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ,সারা জাহানের প্রতিপালক, সারা পৃথিবীর মালিক ।

আল্লাহর সামনে দাঁড়ালে ঠিক কতটা ধীরস্থির কতটা বিনয় আর নম্রতার সাথে  সূরা ফাতিহা  পরা উচিত আমাদের ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *