আজকের শীর্ষ সংবাদ

জান্নাত সম্পর্কে জানুন

জান্নাত সম্পর্কে জানুন
Spread the love

জান্নাত শব্দের অর্থ বাগান ,উদ্যান, আবৃত স্থান ।আরবি ভাষায় একে বলা হয় বেহেশত । বাংলা একে বলা হয় স্বর্গ। ইসলামী পরিভাষায় ঈমানদার ও নেককার বান্দাদের জন্য যে চিরশান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয় ।

জান্নাত হলো চির শান্তির স্থান । সেখানে সবকিছুই সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত । জান্নাতের ঘরবাড়ি , আসন ,আসবাবপত্রসহ সবকিছু স্বর্ণ ও রক্ষক মনি মুক্তা দ্বারা নির্মিত ।জান্নাতে থাকবে রেশমের কালিচা, দুধ মধুর নহর । মিষ্টি পানীর স্রোতধারা । বস্তুত আনন্দ উপভোগের সব রকমের জিনিসই জান্নাতে বিদ্যমান থাকবে ।

জান্নাতের বিবরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তায়ালা এরশাদ করেন ,”আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যার কোন চোখ কোন দিন দেখেনি, কোন কাম কোন দিন শোনেনি , আর মানুষের অন্তরও যা কোনদিন কল্পনা করতে
পারেনি” । {মিশকাত }

জান্নাতের নাম
জান্নাত মোট আটটি এগুলো হল-
জান্নাতুল ফিরদাউস
জান্নাতুল মাওয়া
দারুল মাকাম
দারুল কারার
দারুন নাঈম
দারুল খুলদ
দারুস সালাম
জান্নাতু আদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *