আজকের শীর্ষ সংবাদ

হযরত মুসা {আ.} এর জীবন কাহিনী সম্পর্কে জানুন

হযরত মুসা {আ.} এর জীবন কাহিনী সম্পর্কে জানুন
Spread the love

এমন দুঃসময়ে মৃত্যু পরোয়ানা কাঁধে নিয়ে হযরত মূসা {আ.} জন্মগ্রহণ করলেন। কিন্তু আল্লাহর অশেষ মহিমায় ফেরাউনের সৈন্যবাহিনী এ সংবাদ জানতে পারলো না।

অপরদিকে হযরত মুসা {আ.} এর জননী খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন এমন অবস্থায় আল্লাহর ইশারায় হযরত মুসা {আ.} কে তার মাতা সিন্দুকে ভরে নীলনদে ভাসিয়ে দিলেন ।

হযরত মুসা {আ.} এর জীবন কাহিনী সম্পর্কে জানুন
হযরত মুসা {আ.} এর জীবন কাহিনী সম্পর্কে জানুন

আল্লাহর কি মহিমা ! সিন্দুক টিভি ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রসাদের ঘাটে গিয়ে ভিড়লো ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া {আ.} সিন্দুকটি খুললেন । ফুটফুটে একটি সুন্দর শিশু দেখে তাকে করে তুলে নিলেন ।

নিঃসন্তান হযরত আসিয়া {আ.} শিশুটি লালন পালন করতে লাগলেন । শিশু মুসা অন্য কারো দুধ পান না করায় তার মাকেই ধাত্রী নিয়োগ করা হলো ।

মহান আল্লাহর কুদরতে মুসা তার মায়ের তত্ত্বাবধানেই ফেরাউনের ঘরে লালিত পালিত হতে লাগলেন ।

শিশুকালে ফেরাউন একবার মুসা আঃ কে কোলে তুলে নেয় তখন শিশু মুসা {আ.} ফেরাউনের দাড়ি ধরে তার মুখে চড় মারেন ।

এতে ফেরাউন রাগান্বিত হয়ে তাকে হত্যা করতে চাইলো এবং বলল এই সেই শিশু যে আমার রাজত্ব ধ্বংস করবে । তখন আসিয়া এক ভয়ঙ্কর অগ্নিপরীক্ষার মাধ্যমে শিশু মুসাকে ফেরাউনের রোষানল থেকে রক্ষা করেন ।

{ সংক্ষিপ্ত }

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *