আজকের শীর্ষ সংবাদ

আল্লাহর প্রতি বিশ্বাস

আল্লাহর প্রতি বিশ্বাস
Spread the love

আল্লাহ্‌র প্রতি এই বিশ্বাস পোষণ করা যে, যেহেতু একমাত্র আল্লাহ 0 মানবজাতিকে এবং জগতের সকল কিছুকে সৃষ্টি করেছেন। তিনিই সমগ্র জগতের একক সৃষ্টিকর্তা, নির্দেশ প্রদানকারী, জীবন ও মৃত্যু দানকারী, একক পালনকর্তা, জীবিকা প্রদানকারী এবং সমগ্র জগতের একক মালিক, পরিচালক ও ব্যবস্থাপক। তিনি (আল্লাহ 7) তাঁর অনুগত বান্দাহ্গণকে প্রতিদান ও অবাধ্যদেরকে শাস্তি প্রদান করবেন।

আল্লাহর প্রতি বিশ্বাস
আল্লাহর প্রতি বিশ্বাস

তিনি সর্বশক্তিমান। তাই তিনিই (আল্লাহ তা‘আলাই) ‘ইবাদাতের একমাত্র যোগ্য ও হক্বদার, সত্য ও সত্যিকার মা‘বূদ। আল্লাহ 8 ব্যতীত ‘ইবাদাতের যোগ্য ও সত্য উপাস্য আর কেউ নয়। আল্লাহ 0 জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁরই ‘ইবাদাত করার জন্যে এবং তাদেরকে তিনি এই নির্দেশই প্রদান করেছেন।

আল্লাহর একত্ববাদে বিশ্বাস রাখা ঈমানের মূল বুনিয়াদ। আল্লাহর একত্ববাদে সন্দেহ, সংশয় থাকা মানে ঈমানের মধ্যে সন্দেহ সৃষ্টি করা। সুতরাং ঈমানকে বিশুদ্ধ করার জন্য তাওহিদের মৌলিক বিষয়াদি জানা ও সেগুলোর প্রতি যথাযথ বিশ্বাস রাখা একান্ত জরুরি।

তাওহিদের মর্মকথা : তাওহিদ অর্থ একত্ববাদ।

আল্লাহ তায়ালা নিজ সত্তায়, গুণাবলিতে ও কর্মে একক ও অদ্বিতীয়। সত্তাগতভাবে তিনি অদ্বিতীয়। দুনিয়ার কোনো বস্তু তাঁর সদৃশ্য নয়। গুণাবলির ক্ষেত্রেও তিনি অদ্বিতীয়। তাঁর গুণাবলি দুনিয়ার মানুষের গুণাবলির মতো নয়। কর্মেও আল্লাহ তায়ালা একক ও অদ্বিতীয়। একজন ঈমানদারের জন্য এসব বিষয়ের প্রতি ঈমান রাখা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *