আজকের শীর্ষ সংবাদ

তাকদীরের ওপর বিশ্বাস

তাকদীরের ওপর বিশ্বাস
Spread the love

তাকদীরঃতাকদীর আরবি শব্দ।এর আভিধানিক অর্থ হলো: নিয়তি।তাকদীর হল নির্ধারিত ভাগ্য। এ মহাবিশ্বে যা কিছু ঘটবে আল্লাহ তার পূর্বজ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী সেসব কিছু নির্ধারণ করেছেন। এর প্রতি বিশ্বাসকে ইসলামে তাকদীর বলা হয়।[১]

ইসলামে তাকদীরের ওপর বিশ্বাস করা আল্লাহ তা‘আলার রবুবিয়াত বা প্রভুত্বের ওপর বিশ্বাস করার অন্তর্ভুক্ত এবং তা ঈমানের ছয়টি রুকনের অন্যতম একটি রুকন।

তাকদীরের ওপর বিশ্বাস
তাকদীরের ওপর বিশ্বাস

আল্লাহর অনন্ত জ্ঞানের ওপর বিশ্বাস করা, যা সকল বস্তুকে পরিবেষ্টন করে রেখেছে। এ বিষয়ে কুরআনের অনুবাদ,
“তুমি কি জান না যে, আসমান ও যমীনে যা কিছু রয়েছে, আল্লাহ তা জানেন? নিশ্চয় তা একটি কিতাবে রয়েছে। অবশ্যই এটা আল্লাহর জন্য খুবই সহজ।”

— সূরা ২২ আল-হাজ, আয়াত ৭০ [২]

আল্লাহর কার্যকরী ইচ্ছা ও তাঁর ব্যাপক শক্তির ওপর বিশ্বাস করা। এ বিষয়ে কুরআনের অনুবাদ,
“আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের
রব আল্লাহ ইচ্ছা করেন।”

— সূরা ৮১ আত-তাকওয়ীর, আয়াত ২৯ [৫]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *