আজকের শীর্ষ সংবাদ

 সাব্বিরের বাবা-মা ইফতারে বসে সন্তান জিম্মির খবর পান 

Spread the love

বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাই হয়েছে ভারত মহাসাগর থেকে | বাংলাদেশি ২৩ নাবিক। জাহাজটিতে জিম্মি অবস্থায় রয়েছে | তাদের মধ্যে  একজন টাঙ্গাইলের নাগরপুরের ডাঙ্গাধলাপাড়া

গ্রামের হারুনুর রশিদের ছেলে সাব্বির। তাদের বাড়িতে চলছে কান্নার ঢোল খবর  পাওয়ার পর থেকে|

১২ই মার্চ রোজ সোমবার সাব্বিরের বাবা হারুন রশিদ বসেছিলেন ইফতারে। সেই সময় আরো ছিল পরিবারের অন্য সদস্যরাও | এমভি আব্দুল্লাহ ছিনতাই ও জিম্মি হওয়ার খবর দেন সাব্বিরের প্রতিষ্ঠানের এক সিনিয়র অফিসার

 সাব্বিরের বাবা-মা খুবই অসহায় হয়ে পড়েন  জিম্মির খবর শুনে |শুধু বিলাপ করে সময় কাটছে তাদের।তবে সাব্বিরের পরিবারের সরকারের কাছে  আর্জি, যেকোনো মূল্যে যেন সাব্বিরদের ফেরত আনা হয়।

আরও পড়ুন: জাহাজে জিম্মি ফরিদপুরের তারেকুল‘আব্বু আমাকে মাফ করে দিয়েন’,

এদিকে ঘটনা শোনার পর  সাব্বিরের বাবা-মাকে সমবেদনা জানাতে ভিড় করছেন  স্বজন ও স্থানীয়রা 

তাদের বাড়িতে।  তারাও সাব্বিরদের নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

 পরিবারটির পাশে দাঁড়ানোসহ সরকারের ঊর্ধ্বতন মহল বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরও পড়ুন: জিম্মি ২৩ নাবিককে মুক্তি দিতে ‘৫০ লাখ ডলার দাবি’ জলদস্যুদের

স্বজনরা জানান, ২০১৪ সালে এসএসসি পাস করে টাঙ্গাইলের কাগমারি এম এম আলী কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি উত্তীর্ণ হন সাব্বির। পরে তিনি ভর্তি হন চট্টগ্রামের মেরিন একাডেমিতে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে পাস করে ২০২২ সালের জুন মাসে এমভি আব্দুল্লাহ নামক পণ্যবাহী জাহাজে মার্চেন্ট কর্মকর্তা হিসেবে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *