আজকের শীর্ষ সংবাদ

প্রায় সাড়ে ৫ বছর পর কারামুক্ত হলেও সপ্তাহ না পেরোতেই ফের গ্রেপ্তার কাশ্মীরের সাংবাদিক

Spread the love

প্রায় সাড়ে পাঁচ বছর পর ভারতঅধিকৃত কাশ্মীরের একজন সাংবাদিক কারাগার থেকে মুক্তি পান । কিন্তু সপ্তাহ যেতে না যেতেই তাঁকে আরেকটি মামলার আসামী হিসেবে গ্রেপ্তার করেন পুলিশ। আলোচিত ‘সন্ত্রাসবিরোধী’ আইনে গ্রেপ্তার হয়েছেন বলে স্বীকারোক্তি দেন তাঁর মক্কেল আইনজীবী।

এই সাংবাদিকের নাম আসিফ সুলতান।তার বয়স ৩৬ বছর। গত শুক্রবার তাঁকে শ্রীনগরের আদালতের আদেশে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সাংবাদিক আসিফ সুলতানের আইনজিবী আদিল আবদুল্লাহ পণ্ডিত আল-জাজিরাকে এসব তথ্য জানান।

আদিল আবদুল্লাহ বলেন,গত বৃহস্পতিবার আসিফ সুলতানকে পুলিশ গ্রেপ্তার করেন। কাশ্মীরের শ্রীনগরের কেন্দ্রীয় কারাগারে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ দায়ের করে ২০১৯ সালে আইনখেলাপী কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) তাঁর বিরুদ্ধে মামলা করেছিল।

অধিকারকর্মীরা জানিয়েছেন, আইনখেলাপী কার্যকলাপ প্রতিরোধ আইনের মামলায় গ্রেপ্তারী পরোয়ানা থেকে জামিন পাওয়া প্রায়ই অসম্ভব বললে চলে। এটি থেকে ধারণা করা যায়, বাচ-বিচার ছাড়াই দীর্ঘদিন কারাগারে থাকতে হবে আসিফকে।

সাংবাদিক আসিফ সুলতান শ্রীনগর থেকে প্রকাশিত ইংরেজি সাময়িকী পত্রিকা ‘কাশ্মীর ন্যারেটর’–এর সহকারী সম্পাদকের দায়িত্বে ছিলেন। এখন সাময়িকী পত্রিকাটি আর প্রকাশিত হয় না।

সাংবাদিক আসিফ ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়দাতা বলে অভিযোগ তুলেছিল। যদিওবা তাঁর পরিবার এই অভিযোগকে অস্বীকার করেছিলেন। তাঁদের দাবি, আসিফ ভুক্তভোগী হওয়ার কারণ তাঁর সাংবাদিকতা।

এদিকে গত ২৭ ফেব্রুয়ারি সাংবাদিক আসিফ কারামুক্তি পান। সর্বশেষ তিনি উত্তর প্রদেশের একটি কারাগারে ছিলেন। কারামুক্তি পেলে শ্রীনগরের বাতামালুর বাড়িতে গিয়ে আশ্রয় নেন সাংবাদিক আসিফ। এরপর বৃহস্পতিবার তাঁকে সেখান থেকে আবারো গ্রেপ্তার করা হয়।

সূত্র:আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *