আজকের শীর্ষ সংবাদ

বিচারপতি অভিজিৎ বিজেপিতেই যোগ দিচ্ছেন

Spread the love

কলকাতাঃ বিজেপিতেি যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

বিচারপতি অভিজিৎ বিজেপিতেই যোগ দিচ্ছেন
বিচারপতি অভিজিৎ বিজেপিতেই যোগ দিচ্ছেন

মঙ্গলবার (৫ মার্চ) কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজেই  জানিয়ে দিয়েছেন একথা।

অভিজিৎ বিজেপিকে বেছে নেওয়ার প্রসঙ্গে বলেছেন। আমি  ঈম্বরে বিশ্বাস করি, সিপিএমে যাইনি ধর্ম মানি তাই।

ঘুরে বেড়ান রাহুল গান্ধির পেছনে। তাই কংগ্রেসে যাব না।

প্রথম থেকে লড়াই করে আসছে বিজেপি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, তাই বিজেপিতে যোগদান করছি। 

সাবেক বিচারপতি বলেছেন তৃণমূল প্রসঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রকৃত রাজনীতিবিদ বরেই মনে করি। কন্ত্ত, তৃণমূল একটি দুষ্কৃতকারীদের দল। আমি তৃণমূলকে রাজনৈতিক দল বলেই মনে করি না। তৃণমূল একটি যাত্রাদল। মা মাটির মানুষ ওদের যাত্রাপালার নাম। তৃণমূল ভেতরে ভেঙে পড়েছে। বেশি দিন আর নেই এই দল। ২০২৪ সালে জাতীয় নির্বাচনে সেই অবস্থা হবে, যা ২০০৯ সাল হয়েছিল সিপিআইএমের। আর ২০২৬ সাল পর্যন্ত দলটাই থাকবে না। কয়েকটা গ্রেপ্তারির প্রয়োজন শুধু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *