আজকের শীর্ষ সংবাদ

গত বছর লাতিন আমেরিকায় ১২৬ মানবাধিকার কর্মী হত্যার শিকার

Spread the love
  • আইএসিএইচআর ওয়াশিংটনভিত্তিক অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের একটি স্বায়ত্তশাসিত অঙ্গপ্রতিষ্ঠান

গত বছর লাতিন আমেরিকায় অন্তত ১২৬ জন মানবাধিকারকর্মী ও পরিবেশ কর্মী হত্যার শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার ইন্টার-আমেরিকান কমিশন অব হিউম্যান রাইটস (আইএসিএইচআর) এমন তথ্য প্রকাশ করে।

আইএসিএইচআর ওয়াশিংটন ভিত্তিক অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের একটি স্বায়ত্তশাসিত অঙ্গপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এই অঞ্চলে মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে ‘ব্যাপক সহিংসতা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, জানা যায় যেখানে বছরের শেষ তিন মাসেই ৫৪টি হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে।

আইএসিএইচআর এক বিবৃতিতে বলেছে, আগের বছরগুলোর মতো এই সহিংসতা বিশেষত যারা ভূমি ও পরিবেশ রক্ষার স্বার্থে কাজ করে, সেই সঙ্গে আদিবাসী গোষ্ঠী এবং আফ্রিকান বংশোদ্ভূত সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে চালানো হয়েছে।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে কলম্বিয়ার অবস্থা বেশি গুরুতর। সেখানে গত বছর গুপ্তহত্যার শিকার হয়েছেন ৩৪ জন পরিবেশ ও মানবাধিকারকর্মী, যা এর আগের বছর ছিল ২৬।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে হত্যার শিকার হয়েছেন ১০ জন। এরপর যথাক্রমে রয়েছে মেক্সিকো (৪), গুয়াতেমালা (৩), হুন্ডুরাস (২) ও পেরুতে একজন গুপ্তহত্যার শিকার হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *