আজকের শীর্ষ সংবাদ

তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

Spread the love

আইনজীবী সমিতির নির্বাচনে সুপ্রিম কোর্টে মারামারি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন মোঃ জাকির হোসেন, কাজী বশির আহমেদ ও শ্যামা আক্তার।

সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

তাদের নিয়োগ আদেশ বাতিলের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। তবে সূত্র জানায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে লড়াইয়ের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, বাছাই কমিটিকে একজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে এবং মামলা করার জন্য বাধ্য করা হয়েছিল।

মামলায় খালাস পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বশির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাদের সকলের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও মারধরের ঘটনা ঘটে। একপর্যায়ে বেশ কয়েকজন বহিরাগতও অ্যাসোসিয়েশন হলে ঢুকে পড়েন। নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকীসহ বেশ কয়েকজন আইনজীবীকে মারধর করা হয়।

পরে আহত সাইফুর রহমান সিদ্দিকী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। মামলায় দুই সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথি, রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়। নাহিদ সুলতানা যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস (পর্শ) এর স্ত্রী। আর রুহুল কুদ্দুস বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের সেক্রেটারি প্রার্থী।

মালায় অভিযোগ উঠেছে, ৮ মার্চ ভোররাতে মারধরের ঘটনার সময় নির্বাচন পরিচালনা উপ-কমিটির প্রধান নাহিদ সুলতানাকে সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করতে বাধ্য হন। এ মামলায় যুবলীগের তিন সিনিয়র নেতাকেও আসামি করা হয়।

তবে ভোট গণনা শেষে গত শনিবার সকাল দেড়টায় ঘোষিত ফলাফলে বিএনপির এএম মাহবুব উদ্দিন (খোকন) সভাপতি ও আওয়ামী লীগের শাহ মঞ্জুরুল হক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সমিতির ১৪টি পদের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ১০টি, বিএনপি পেয়েছে ৪টি।

মারধরের মামলায় গত শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একই মামলায় সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বশির আহমেদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।

আরো পড়ুন>>ফ্লাইট ভাড়া দ্বিগুণ,ওমরাহ টিকিট সংকট 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *