আজকের শীর্ষ সংবাদ

পিয়াস হত্যার ঘটনায় ৩ জন আসামি গ্রেপ্তার

পিয়াস হত্যার ঘটনায় ৩ জন আসামি গ্রেপ্তার
Spread the love

রাজধানীর মুগদা এলাকায় কবি নজরুল সরকারি কলেজের ছাত্র পিয়াস ইকবাল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাব । রোববার ঢাকার মুগদা ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন, মোঃ খালিদ হাসান (১৮), মোঃ আরিফ হোসেন (২১) ও মোঃ মেহেদী হাসান (২০)।

র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরনো মোবাইল ফোন বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে পিয়াস ও তার বন্ধু শামীম হোসেনকে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়। এতে পিয়াসের মৃত্যু হয়। এতে শামীম গুরুতর আহত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানায়, হত্যা মামলার প্রধান আসামি আমির উদ্দিন আহমেদ চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করত। গত ১৮ ফেব্রুয়ারি পিয়াসের বন্ধু মাহির আমিরের কাছ থেকে ৪ হাজার ৩০০ টাকায় একটি মোবাইল ফোন কিনেন। ২৫ ফেব্রুয়ারির মধ্যে মোবাইল ফোনের টাকা পরিশোধ করার কথা থাকলেও আর্থিক সমস্যার কারণে তা পরিশোধ করতে পারেননি মাহির। সময়মতো টাকা পরিশোধ না করায় আমির তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেয়।

র‍্যাব আরও জানায়, গত বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় আমির খালিদ, আরিফ, মিরাজ, অর্ণব ও রাব্বিকে নিয়ে মাহির বাড়িতে টাকা আদায় করতে যায়। কিন্তু বাড়িতে মাহিরকে না পেয়ে মায়ের কাছে মোবাইল ফোনের টাকা দাবি করে। মাহির মা তাদের জানান, একদিন পর টাকা দেবেন। টাকা দেওয়ার আশ্বাস পেয়ে তারা মাহির বাড়ি ছেড়ে চলে যায়। পরে মাহির পিয়াস ও শামীমকে বিষয়টি জানায়। বিষয়টি মিমাংসা করতে তারা আমীরের কাছে যান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমির ও তার সহযোগীরা পিয়াস ও শামীমকে ছুরিকাঘাত করে।

আরো পড়ুন>>যশোরে ৩২ মামলার আসামি  নিহত রমজানের উত্থান যেভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *