আজকের শীর্ষ সংবাদ

সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য

সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য
Spread the love

কুরআনের মা

সূরা ফাতিহা পবিত্র কালামুল্লাহ মাজিদের একটি তাৎপর্যপূর্ণ উদ্বোধনী বক্তব্য (Maiden Speech), একটি সার্থক মানপত্র, একটি প্রার্থনা, একটি শ্রেষ্ঠ সারাংশ এবং একটি প্রতিষেধক। অসংখ্য গুণে গুণান্বিত এই ছোট্ট সূরাটি কুরআনের প্রথম সূরা। এই সূরা দিয়েই কুরআনের সূচনা। আর ‘ফাতিহা’ শব্দের আক্ষরিক অর্থই হলো-শুরু বা সূচনা। এই সূরাকে ‘ফাতিহাতুল কিতাব’ বা কিতাবের ভূমিকা হিসেবেও অভিহিত করা হয়। এ সূরার মধ্য দিয়েই খুলে যায় কুরআনের বিস্ময়কর জগতের দ্বার। এই সূরার পথ পরিভ্রমণের মধ্য দিয়েই কুরআনের মহিমান্বিত রূপ আমাদের গোচরে আসে।

সূরা ফাতিহা মূলত একটি প্রার্থনা; যা মানুষের জীবনের পথ ও পাথেয় বর্ণনা করে। এই সূরার মাধ্যমেই আল্লাহ তায়ালা উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিয়েছেন প্রার্থনা করার পদ্ধতি। এই সূরায় অঙ্কিত হয়েছে মানবকুলের জন্য সহজ-সরল ও সঠিক জীবন-পথের পূর্ণাঙ্গ চিত্র। এ সূরার ছত্রে ছত্রে ফুটে উঠেছে কুরআনের সামষ্টিক মহিমান্বিত রূপ, বর্ণিত হয়েছে তার সারমর্ম। বিচিত্র বিষয়ের অবতারণা হয়েছে এই সূরায়। মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল মিলে যেমন একটি পরিপূর্ণ উদ্ভিদ হয়, তেমনি বিভিন্ন বৈশিষ্ট্য ও গুণাগুণের সমন্বয়ে সূরা ফাতিহা পরিপূর্ণতা লাভ করছে।

১২

আল্লাহ তায়ালা এ সূরার মাধ্যমে কুরআনকে পূর্ণতা দিয়েছেন। মানুষের সার্বিক কল্যাণ ও পথ-নির্দেশের জন্যই এই সূরা নাজিল হয়েছে। আল্লাহ তায়ালার প্রশংসা, তাঁর সুমহান পরিচয়, মৃত্যুপরবর্তী জীবনে বিশ্বাস, সত্যের ওপর অবিচল থাকার চেতনা, বিপথগামীদের থেকে বেঁচে থাকা হতে শুরু করে পার্থিব জীবনে আরোগ্য লাভের পন্থাও এখানে বিবৃত হয়েছে।

সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য

কুরআনুল কারিমের পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হওয়া প্রথম সূরা এটি। এ সূরাটিকে রাসূল কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরা (The Greatest Surah of the Holy Quran) বলে ঘোষণা দিয়েছেন। ‘আবু সাইদ ইবনে মুয়াল্লা বর্ণিত, তিনি বলেন- থেকে

‘রাসূল আমাকে বললেন-তুমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তোমাকে কুরআনের এক মহান সূরা শিক্ষা দেবো। তারপর তিনি আমার হাত ধরলেন। এরপর তিনি মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলেন। আমি তাঁকে বললাম, আপনি না আমাকে কুরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দেবেন বলছিলেন? তিনি বললেন – اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ – এটা বারবার পঠিত সাতটি আয়াত এবং মহান কুরআন; যা কেবল আমাকেই প্রদান করা হয়েছে।’ (সহিহ বুখারি: ৪৪৭৪)

সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য সীমাহীন। এই সূরা তিলাওয়াত ব্যতীত নামাজই হয় না। বিশ্বনবি বলেন-

‘যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না, তার নামাজই হলো না।’ (সহিহ বুখারি: ৭৫৬)

সূরা ফাতিহা পবিত্র কুরআনের সবচেয়ে দামি সূরা। এর অনুরূপ কোনো সূরা অন্য কোনো আসমানি কিতাবে নেই। রাসূলুল্লাহ বলেন-

‘আল্লাহ সূরা ফাতিহার মতো তাওরাত অথবা ইঞ্জিলে কোনো আয়াত নাজিল করেননি। এর আয়াতসংখ্যা সাত এবং এগুলো বারবার তিলাওয়াত করা হয়।’ (সুনানে আন-নাসায়ি: ৯১৪)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *