আজকের শীর্ষ সংবাদ

মহিলাদের রোজা রাখার জন্য ঔষধের মাধ্যমে পিরিয়ড বন্ধ রাখা শরীয়ত কি বলে ?

মহিলাদের রোজা রাখার জন্য ঔষধের মাধ্যমে পিরিয়ড বন্ধ রাখা শরীয়ত কি বলে
Spread the love

মাসে মাসে মহিলাদের একটি নির্ধারিত সময়ে পিরিয়ড হওয়াটাই স্বাভাবিক, একটি প্রাকৃতিক বিষয়।

যেইটা আল্লাহতায়ালা প্রদত্ত প্রাকৃতিক বিষয়, তা কোন ওষুধের মাধ্যমে বন্ধ করা বা প্রকৃতির বিপরীত করাটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

তাই রমজানে রোজা রাখার জন্য ঔষধের মাধ্যমে পিরিয়ড বন্ধ না করাটাই উচিত, কারণ শরীয়ত রমজান মাসে পিরিয়ডের কারণে রোজা না রাখার অনুমতি দিয়েছে [যা পরবর্তীতে কাঁজা করে নিতে হয়]। এজন্য মাসিক টা স্বাভাবিক রাখা টাই প্রতিটা নারীর জন্য উচিত।

একজন আলেমের কাছে একজন মহিলার প্রশ্ন…………..

প্রশ্ন… যদি রোজা অবস্থায় আমার মাসিক শুরু হয়ে যায় তাহলে আমার জন্য কি করনীয় ? আমি কি এই অবস্থায় রোজা রেখে দিব? নাকি ভেঙ্গে ফেলবো? নাকি তারপরের দিন থেকে ভাঙবো ? আমি অনেককেই দেখেছি তারা ঔষুধ সেবনের মাধ্যমে তাদের পিরিয়ড বন্ধ করে রাখে। এখন আমি যদি এরকম ইচ্ছা করি আমার জন্য কি কাজটা ঠিক হবে? জানালে আমি একটু উপকৃত হতাম।

উত্তর….. যদি আপনার রোজা রাখা অবস্থায় মাসিক শুরু হয়ে যায়, তাহলে আপনি ওই অবস্থায় কিছু না কিছু খেয়ে আপনার রোজাটা ভেঙ্গে ফেলবেন, এবং ওই রোজা থেকে হিসাব করে যে কয়টা রোজা ভেঙ্গেছেন, অর্থাৎ যে কয়দিন আপনার মাসিক হয়েছে, ওই কয়দিনের রোজা আপনি অন্য সময় কাজা করে নিবেন ।

আর ঔষুধ সেবনের বিষয়ে বলতে চাচ্ছি, যদি আপনি মাসিক শুরু হওয়ার আগেই ঔষুধ খেয়ে মাসিক বন্ধ করে রাখেন, তাহলে তো আর রোজা ভাঙ্গার কোন সুরত বাকি থাকে না। আর যদি আপনি মাসিক শুরু হওয়ার পরে ঔষুধ খান তাহলে আপনার ঐসময়টা মাসিকের হুকুমে থাকবে, আর এই ক্ষেত্রে ঔষুধ না খাওয়াটাই সবচেয়ে ভালো এবং উপকারী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *