আজকের শীর্ষ সংবাদ

খতম ও জিয়ারতের উজরতের মীমাংসা

Spread the love

খতম ও জিয়ারতের উজরতের মীমাংসা

কিছু লোক নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সুপর্মাণিত ও সু প্রতিষ্ঠিত এ সত্যকে অস্বীকার করে সোয়াব রেশামির উদ্দেশ্যে কুরআন খতম ও তেলাওয়াতের বিনিময় লেনদেনকে জায়েজ বলে অথবা দিয়ে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে এবং নিজেদের স্বপক্ষে মূল কিতাব থেকে কিছু কিছু লেখা ছেপেও বিলি করছে।

 কিছুদিন পূর্বে মাওলানা রুহুল আমিন সাহেব খতম ও জিয়ারতের কুদরতের মীমাংসা নামে একটি বই দার করিয়েছেন এবং নিজের দাবির স্বপক্ষে অর্ধশতাধিক ভুয়া দলিলের বাহার দেখিয়ে  সাধারণ মুসলমানদেরকে গোলক ধাঁধায় ফেলার অপচেষ্টা করেছেন। কিন্তু  সরই মূলনীতির  আলোকে সেসব দলিলের চুলচেরা বিশ্লেষণ করলেও সেগুলোর অশুদ্ধতা ও অসারতা অবাস্তবতা ধরা পড়ে যায়।

খতম ও জিয়ারতের উজরতের মীমাংসা

 আমরা উক্ত দলিলগুলো পরখ  করার জন্য তিন ভাবে বিশ্লেষণ করবো

 ক হাওয়ালা বা উদ্ধৃতি যাচাই করে

খ উদ্ধৃত গ্রন্থের মান নির্ণয় করব

গ  উদ্ধৃত দলিল প্রমাণ পর্যালোচনা করে।

 নিম্নে উক্ত কিতাবের দলিলগুলোর মধ্য থেকে পাঠকদেরকে দীর্ঘসুত্রিতা থেকে বাঁচানোর লক্ষ্যে কয়েকটি দলিলের বিশ্লেষণ করা হলো বাকিগুলোর জবাব পরবর্তীতে আগ্রহী পাঠকদের জন্য প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *