আজকের শীর্ষ সংবাদ

ইনহেলার নিলে কি রোজা ভাঙ্গে

রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার ইনহেলার এর ছবি ইনহেলার শ্বাসকষ্টের ইনহেলার নাম
Spread the love

অনেকেই দেখা যায় শ্বাসকষ্ট জনিত রোগে ভোগে থাকেন। যাদের মধ্যে বেশির ভাগই দেখা যায় এজমা, নিউমোনিয়া, হাঁপানি, কাশি ইত্যাদি। সাধারণত এইসব রোগের কারণে রোগীরা ওষুধ হিসেবে ইনহেলার ব্যবহার করে থাকেন। 

ইনহেলার কি

ইনহেলার হল শ্বাসের মাধ্যমে ওষুধ গ্রহণ করার ছোট্ট একটি যন্ত্র। এতে থাকে সালবিউটামল বা সালমেটেরল অথবা স্টেরয়েডজাতীয় ওষুধ। এই ওষুধ এমনভাবে থাকে, যা গ্যাস হিসেবে মুখ দিয়ে গ্রহণ করতে হয়। ওষুধ মিশ্রিত গ্যাস শ্বাসনালীতে প্রবেশ করার পর শ্বাসনালীর সংকোচন প্রতিরোধ হয়। মূলত এটার মাধ্যমেই ঔষধ গ্রহণ করা হয়। 

রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কি

রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা এই বিষয়ে অনেক মত পার্থক্য রয়েছে কেউ কেউ বলেছেন এটি নেওয়া যাবে না আবার কেউ বলেছেন এটি নেওয়া যাবে। তবে পরবর্তীতে বিশ্বের বড় বড় মুসলিম স্কলাররা এই সিদ্ধান্ত নিয়েছেন যে, যদি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের অবস্থা খারাপ থাকে যেমনঃ এজমা এবং সিওপিডি সমস্যা থাকে এবং সে যদি সেই অবস্থায় রোজা রাখে তখন সে ইনহেলার নিতে পারবে। 

এজমা এবং সিওপিডি এই রোগের ঔষধ গুলো রোজা ভঙ্গ করে না। আবার এই বিষয়ে মেডিকেল জার্নাল মত প্রকাশিত হয়েছে।

যদি কেউ রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা থেকে বিরত থাকে তখন যদি তার এজমা এবং সিওপিডি এর লক্ষণ গুলো বেড়ে গেলে রোজা পূর্ণ করা কষ্টসাধ্য হয়ে যাবে সে ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করা যাবে। মূলত ইনহেলার খাদ্য পরিপূরক নয়।

ইনহেলার ব্যবহারের নিয়ম

এজমা ও সিওপিডি প্রতিরোধে ইনহেলার ওষুধগুলো সাধারণত দিনে দুইবার নিতে হয়। এছাড়াও চিকিৎসকের  পরামর্শে নিতে পারেন। তাছাড়াও সেহেরী ও ইফতারের সময় ভাগ ভাগ করে নিতে পারেন। এছাড়াও সাববিয়োটামল জাতীয় ইনহেলারের ওষুধগুলো রোজা অবস্থায়ও নিতে পারেন এক্ষেত্রে রোজা ভাঙবে না। ইনহেলার যেহেতু হাঁপানি প্রতিরোধক তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত সেবন করোন এক্ষেত্রে ধর্মীয় ভাবে কোন নিষেধাজ্ঞা কিংবা বাধ্যবাধকতা নেই।

আরো পড়ুন কি কি কারণে রোজা ভেঙ্গে যায়

ইনহেলার এর কাজ কি

ইনহেলার সাধারণত শ্বাসকষ্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি এজমা, নিউমেনিয়া, হাঁপানি, কাশি ইত্যাদি রোগের প্রতিরোধক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটি নাকের রক্তনালী বা টিস্যু গুলোকে সংকুচিত করে ঠান্ডা করে দেয়।

 

ইনহেলার ব্যবহারে ক্ষতি

ইনহেলার এর প্রধান কাজ হল ঔষধ যার মাধ্যমে রোগী সুস্থতা অনুভব করে। এটার তেমন কোন বড় ধরনের ক্ষতি নেই তবে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে কিছুটা প্রভাব পড়তে পারে। যেমনঃ কার্ডিওবাসকুলার সমস্যা, হাড-মাংসের দুর্বলতা, ক্ষুদামন্দা, মুখে ফাংশনের বৃদ্ধি, হাঁটার ক্ষেত্রে অনুপ্রয়োগ ইত্যাদি। ইনহেলার ব্যবহারে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এতে  ক্ষতির  সম্ভাবনা থেকে বেঁচে যাবেন।

শ্বাসকষ্টের ইনহেলার নাম

শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহৃত প্রধান ইনহেলারের একটি নাম হল অ্যালাম্বুটেরল। এছাড়াও আরো অনেকগুলো নাম আছে যেমনঃব্রনকোদিলেতর, স্যালম্যাটারল, ফ্লটিকাসন, বোডেসোনাইড ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *