আজকের শীর্ষ সংবাদ

সাদাকাতুল ফিতর

সদকাতুল ফিতরের পরিমাণ কত, সদকাতুল ফিতরের গুরুত্ব, ফিতরা কার উপর ওয়াজিব, সদকাতুল ফিতর কাকে বলে, সাদাকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব, সদকাতুল ফিতরের পরিমাণ কত, সদকাতুল ফিতরের গুরুত্ব, ফিতরা কার উপর ওয়াজিব, সদকাতুল ফিতর কাকে বলে, সাদাকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব, সাদাকাতুল ফিতরের বিধান
Spread the love

সাদাকাতুল ফিতরের বিধান

 ভাইয়েরা আমার আমরা যে কাজই করি না, কেন আমাদের হাজারো চেষ্টা সত্ত্বেও কিছু না কিছু ত্রুটি থেকেই যায়। এটাই স্বাভাবিক তদ্রূপ আমরা যে রোজা রেখেছি এর মাঝেও আমাদের ইচ্ছায় অনিচ্ছায় অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে। আমরা রোজা রেখে অনেক অশালীন বেহুঁয়া কথাবার্তা বলেছি, অনেক নাজায়েজ জায়গায় আমাদের নজর পড়েছ্‌ এসব থেকে আমাদেরকে পবিত্র করার জন্য আল্লাহ তা’আলা আমাদের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন

হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেনঃ

 فرض رسول الله صلى الله عليه وسلم صدقه الفطر تهره للصيام من اللغو الرفث والطعمه للمساكين

 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সাদাকাতুল ফিতুর ওয়াজিব করেছেন, রোজাকে অনর্থক কথাবার্তা ও অশ্লীল কাজ থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের আহারের বন্দোবস্ত করার জন্য।

সদকাতুল ফিতরের পরিমাণ কত, সদকাতুল ফিতরের গুরুত্ব, ফিতরা কার উপর ওয়াজিব, সদকাতুল ফিতর কাকে বলে, সাদাকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব, সদকাতুল ফিতরের পরিমাণ কত, সদকাতুল ফিতরের গুরুত্ব, ফিতরা কার উপর ওয়াজিব, সদকাতুল ফিতর কাকে বলে, সাদাকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব, সাদাকাতুল ফিতরের বিধান
সাদাকাতুল ফিতরের বিধান

 আজকের খুশি শুধু ধনীদের জন্য নয়, শুধু বিত্তশালীদের জন্য নয় বরং সমাজে যারা  দুস্থ,অসহায, ইয়াতিম, গরিব রয়েছে তাদের জন্য আজ ঈদ।  তাদের ও আজ আনন্দের দিন, তাই দয়ার সাগর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের অসহায় মানুষের ঈদের ব্যবস্থা আগে করেছেন। ঘোষণা করেছেন তোমরা সাদাকাতুল ফিতর আদায় করে ঈদগাহে যাবে।

 সাদাকাতুল ফিতরের মাসয়ালা 

ঈদুল ফিতরের দিন সুবহে সাদেকের সময় যার নিকট যাকাত ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপর ওয়াজিব হয়। সাদাকাতুল ফিতর নিজের পক্ষ হতে এবং পিতা হলে নিজের ও নিজের নাবালিক সন্তানের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব। বালেক সন্তান ,স্ত্রী,চাকর,চাকরান, মাতা -পিতা প্রমুখের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়, এরা নিসাবের মালিক হলে নিজেরাই তা আদায় করবে। তবে গৃহকর্তা যদি সবার পক্ষ থেকে ফিতরা দিয়ে দেন তাহলে তা আদায় হয়ে যাবে।

 সাদাকাতুল ফিতরের ন্যূনতম পরিমাণ ১ কেজি ৬৫০ গ্রাম বা ৬৬২ গ্রাম গম বা আটা বা তার মূল্য দিতে হতা। যারা যাকাত খেতে পারে এমন প্রত্যেককেই সাদাকাতুল ফিতর গ্রহণ করতে পারে। একটা ফিতরা একাধিক  গরিবকে যেমন দেওয়া যায় ঠিক তেমনি ভাবে একাধিক সাদাকাতুল ফিতর এক ব্যক্তিকে দেওয়া যায় এবং তা আদায় হয়ে যাবে। যতক্ষণ না তা যাকাতের নিছাব পরিমাণ পর্যন্ত পৌঁছবে অর্থাৎ কোন ব্যক্তিকে যদি এত বেশি পরিমাণ সাদাকাতুল ফিতর দেওয়া হয় যে তার নিজের উপরে ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যায় তাহলে তাকে আর তা দেওয়া যাবে না 

আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সাদাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুক।। আমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *