আজকের শীর্ষ সংবাদ

৬৭ জন সুপারিশ পেলেও নিয়োগ পাননি ৪১ তম বিসিএসে

Spread the love

৪১ তম বিসিএসে ২৪৫৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রশাসন মন্ত্রণালয়। এই বিসিএসে নিয়োগ দিতে সরকারি কর্ম কমিশন ২৫২০ জনের নাম সুপারিশ করেছিল। সেখান থেকে নিয়োগ পাননি ৬৭ জন। 

৬৭ জন সুপারিশ পেলেও নিয়োগ পাননি ৪১ তম বিসিএসে
৬৭ জন সুপারিশ পেলেও নিয়োগ পাননি ৪১ তম বিসিএসে

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত শর্ত মেনে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৮ এপ্রিল সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগ দিতে বলা হয়েছে।

গত বছরের ৬ আগস্ট ৪১ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন পিএসসি। ৪১ তম বিসিএসে ২৫২০ জনকে ভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। 

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাকের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্ট এর শুরুতে ৪১ তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি।

প্রিলিমিনারি পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *