আজকের শীর্ষ সংবাদ

খুবই প্রয়োজনীয় রোজার আধুনিক মাসআলা – মাসায়েল ___ ১ম পর্ব 

খুবই প্রয়োজনীয় রোজার আধুনিক মাসআলা - মাসায়েল ___ ১ম পর্ব
Spread the love

১.ইনহেলার (Inhaler): শ্বাসকষ্ট দূর করার উদ্দেশ্যে তরল জাতীয় একটি ঔষধ স্প্রে করে মুখের ভিতর দিয়ে গলায় প্রবেশ করানো হয়, এভাবে মুখের ভিতর ইনহেলার স্প্রে করার কারণে রোজা ভেঙ্গে যাবে।  (ইমদাদুল ফতওয়া)

 ২.ইনজেকশন (Injection): ইনজেকশন নিলে রোযা ভাঙ্গবে না। (জাওয়াহিরুল ফতওয়া) 

৩.নাইট্রোগ্লিসারিন (Nitroglycerin): এরোসল জাতীয় ঔষধ, যা হার্টের জন্য দুই-তিন ফোটা জিহ্বার নীচে দিয়ে মুখ বন্ধ করে রাখতে হয়। ঔষধটি শিরার মাধ্যমে রক্তের সাথে মিশে যায় এবং ঔষধের কিছু অংশ গলায় প্রবেশ করার প্রবল সম্ভবনা রয়েছে। অতএব  এতে রোজা ভেঙ্গে যাবে। (জাদীদ ফিকহী মাসায়েল)

৪.এন্ডোস_কপি (Endoscopy): চিকন একটি পাইপ যার মাথায় লাইট জাতীয় একটি বস্তু থাকে। পাইপটি পাকস্থলিতে ঢুকানো হয়, এবং বাইরে থাকা মনিটরের মাধ্যমে রোগীর পেটের অবস্থা যাচাই-বাছাই করা হয়। এ নলে যদি কোন ঔষধ ব্যবহার করা হয় বা পাইপের ভিতর দিয়ে পানি / ঔষধ ছিটানো হয়ে থাকে তাহলে রোজা ভাঙ্গিয়া যাবে, আর যদি কোন ঔষধ লাগানো না থাকে তাহলে রোযা ভাঙ্গবে না। (জাদীদ ফিকহী মাসায়েল)

৫. এনজিও_গ্রাম (Angiogram): হার্ট ব্লক হয়ে গেলে রানের গোড়া দিয়ে কেটে বিশেষ রগের ভিতর দিয়ে হার্ট পর্যন্ত যে ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করা হয় তার নাম এনজিও গ্রাম। এযন্ত্রটিতে যদি ঔষধ লাগানো থাকে তারপরেও রোজা ভাঙ্গবে না। (ইসলাম ও আধুনিক চিকিৎসা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *