আজকের শীর্ষ সংবাদ

খুবই প্রয়োজনীয় রোজার আধুনিক মাসআলা – মাসায়েল ___ ৪র্থ পর্ব 

খুবই প্রয়োজনীয় রোজার আধুনিক মাসআলা - মাসায়েল ___ ৪র্থ পর্ব 
Spread the love

১. ঢুস লাগানো (Douche): ঢুস পিছনের রাস্তা দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করে, তাই ঢুস নিলে রোজা ভেঙ্গে যাবে। ঢুস যে জায়গা বা রাস্তা দিয়ে প্রবেশ করে এ জায়গা বা রাস্তা রোজা ভঙ্গ হওয়ার উপযুক্ত স্থান । (ফতওয়া শামী)

২. টিকা নেয়া (Vaccine) : টিকা নিলে রোজা ভাঙ্গবে না। কারণ, টিকা রোজা ভঙ্গ হওয়ার উপযুক্ত রাস্তায় ব্যবহার করা হয় না। (আপকে মাসায়াল)

৩.দাঁত তোলা: রোজা অবস্থায় খুব প্রয়োজন হলে দাঁত তোলা জায়েয আছে। তবে অতি প্রয়োজন না হলে এমনটা করা মাকরূহ। ঔষধ যদি গলায় চলে যায় অথবা থুথু থেকে বেশী অথবা সমপরিমান রক্ত যদি গলায় যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে। (আহসানুল ফতওয়া)

৪.স্যালাইন (Saline): স্যালাইন নেয়া হয় রগে, আর রগ যেহেতু রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা নয়, তাই স্যালাইন নিলে রোজা ভাঙ্গবে না, তবে রোজার কষ্ট দূর করার জন্য স্যালাইন নেয়া মাকরূহ। (ফতওয়ায়ে দারুল উলূম)

৫.পেস্ট, টুথ পাউডার ব্যবহার করা : রোজা অবস্থায় দিনের বেলায় মাজন, পেস্ট, টুথ পাউডার ইত্যাদি ব্যবহার করা মাকরূহ। কিন্তু গলায় পৌঁছে গেলে রোজা ভেঙ্গে যাবে। (জাদীদ ফিকহী মাসায়েল)

৬.ইনসুলিন গ্রহণ করা: (Insulin): ইনসুলিন নিলে রোজা ভেঙ্গে যাবে না। কারণ, ইনসুলিন রোযা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে না ।(জাদীদ ফিকহী মাসায়েল)

৭.মিসওয়াক করা : শুকনা বা কাঁচা মিসওয়াক দিয়ে দাঁত মাজার দ্বারা রোজার কোন ক্ষতি হয় না। চাই যখনই করা হোক না কেন। (ফতওয়া শামী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *