আজকের শীর্ষ সংবাদ

তানজিম ও আইরিন যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, ফ্রিল্যান্সার শিল্পী হিসেবে সফল।

Spread the love

ট্রেন দুর্ঘটনায় পাহাড়ে শিল্পী সেন। সৃষ্টির প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী বাবার পরিবারে দারিদ্র্যের সঙ্গে বড় হতে হয়েছে তানজিম রহমানকে। একটি পুরনো ল্যাপটপ কম্পিউটার কিনতে ও এক বছর সময় লেগেছে আইরিন আক্তারের। এই তিন নারী বেড়ে উঠেছেন প্রতিকূলতার মাঝে। তাদের মাঝে বড় মিল হলো, বাঁধা ডিঙিয়ে তিনজনই ঘুরে দাঁড়িয়েছেন।

তানজিম ও আইরিন যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, ফ্রিল্যান্সার শিল্পী হিসেবে সফল।
তানজিম ও আইরিন যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, ফ্রিল্যান্সার শিল্পী হিসেবে সফল।

এই তিন নারী এখন সফল ফিনান্সার। ঢাকার বাইরে বসে ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রযুক্তির বিভিন্ন কাজ করে প্রত্যেকেই মাসে হাজার ডলারের বেশি অর্থ আয় করে হয়েছেন স্বাবলম্বী। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বাঘেরহাটের শিল্পী সেন, মানিকগঞ্জের তানজিম রহমান ও নেত্রকোনার আইরিন আক্তারের উটের দাঁড়ানোর গল্প তুলে ধরা হলো।

তানজিম ও আইরিন যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, ফ্রিল্যান্সার শিল্পী হিসেবে সফল।
তানজিম ও আইরিন যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, ফ্রিল্যান্সার শিল্পী হিসেবে সফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *