আজকের শীর্ষ সংবাদ

ওমরা পালন করার নিয়ম

ওমরা-পালন-করার-নিয়ম
Spread the love

 এহরাম বাধা ফরজ

 ওমরা পালনকারী মিকাতে পৌঁছে অথবা তার পূর্ব হাতে গোসল বা অজু করে পুরুষগণ এহরামের কাপড় পড়ে দুই রাকাত নামাজ পড়ে মাথা হতে টুপি ইত্যাদি সরিয়ে কিবলামুখী হয়ে উমরার নিয়ত করব।নিয়ত শেষে অন্তত তিনবার পুরুষগণ সশব্দে তার শ্বাসে তালবিয়া পাঠ করবে তালবিয়া এই যে 

لبيك اللهم لبيك 

لبيك لا شريك لبيك

 ان الحمد والنعمه

 لك والملك لا شريك لك

নিয়ত ও তালবিয়ার দ্বারা ইরাম বাধা হয়ে গেল। এখন বেশি বেশি এ তালবিয়া পড়তে থাকবে এবং ইরাম অবস্থায় নিষিদ্ধ কাজ সমূহ থেকে বিরত থাকবে।

ওমরা-পালন-করার-নিয়ম
ওমরা-পালন-করার-নিয়ম

 তাওয়াফ করা ফরজ

 অতঃপর মসজিদুল হারামি প্রবেশের সুন্নাতের প্রতি লক্ষ্য রেখে তাওয়াফের স্থানে প্রবেশ করবে। এরপর তাওয়াফের স্থানে পৌঁছেই তালবিয়া বন্ধ করে দিবে। হাজরে আসওয়াদের দাগের বাইরে দাঁড়িয়ে প্রথমে ওমরার তাওয়াফের নিয়ত করবে। তারপর দাগের উপর এসে হাজরে আসওয়াদকে সামনে করে তাকবীরে তাহরীমার মত হাত তুলবে এবং তাকবীর বলবে। অতপর হাত ছেড়ে দি… এরপর ইশারার মাধ্যমে হাজরে আসওয়াদুম্বন করবে। অতঃপর পূর্ণ তাওয়াফে ইজতিবা ও প্রথমে তিন চক্করে কমল সহকারে ওমরার সাতচক্কর সম্পন্ন করবে। প্রত্যেক চক্কর শেষে হাযরে আসওয়াদকে ইশারার মাধ্যমে চুম্বন করবে। তাওয়াফ শেষে সম্ভব হলে কাউকে কষ্ট না দিয়ে মুলতাজ আমি হাজিরি দিয়ে দোয়া করবে তারপর মাতাফের কিনারায় গিয়ে মাকামে ইব্রাহিম কি সামনে রেখে বা যেখানে সহজ হয় ওয়াজিবুত তাওয়াফ দু’রাকাত নামাজ আদায় করবে। এরপর জমজমের পানি পান করবে।

সায়ি করা ওয়াজিব

 এরপর সাফা মারওয়া এর সাইজ করার উদ্দেশ্যে হাযরে আসওয়াদকে ইশারার মাধ্যমে চুম্বন করে বাবুল সাফা দিয়ে বের হয়ে সাফা পাহাড়ে কিছুটা উপরে চড়বে এবং বাইতুল্লাহ মুখী হয়ে দুয়া করবে মারওয়া পাহাড়ের দিকে চলবে। মারওয়া পৌছিলে একবার  সোত হয়ে গেল। এভাবে 7 সোত অর্থাৎ সাত বাড়ে সাঁই সম্পন্ন করবে।মারওয়াতে কিছুটা উপরে চড়ে বাইতুল্লাহমুখী হয়ে দোয়া করে সাফার দিকে চলবে। প্রত্যেকবার সাফা মারওয়াতে বাইতুল্লাহ মুখী হয়ে দুয়া করবে এবং প্রতিবার পুরুষগণ সবুজ বাতিদের মাঝে দ্রুত চলবে। সাইর পর দুই রাকাত নফল নামাজ পড়বে। এবার সাঁই সম্পূর্ণ …

 হালাল হওয়া ওয়াজিব

 এরপর মাথা মুনডিয়ে চুল ছোট করে হালাল হতে  হবে। এখন আপনার ওমরার কাজ সম্পূর্ণ হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *