আজকের শীর্ষ সংবাদ

গাজায় ত্রাণ বন্দর নির্মাণের মার্কিন প্রস্তাব একটি তামাশা: জাতিসংঘ বিশেষজ্ঞ

Spread the love

গাজায়  ত্রাণ নেওয়ার জন্য  অস্থায়ী বন্দর নির্মাণের পরিকল্পনা মার্কিন  দর্শকদের জন্য একটি তামাশাপূর্ণ নাটক এবং এ দিয়ে গণঅনাহার দূর করা সম্ভব হবে না

 শুক্রবার জাতিসংঘের একজন মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ এ কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার মার্কেট প্রেসিডেন্ট জো  বাইডেন তার স্টেট অফ দা ইউনিয়ন ভাষনে 

পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি অবরুদ্ধ পাঠানোর সুযোগ দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানান।

কংগ্রেসকে ডেন বলেন, একটি জেডি নির্মাণের মাধ্যমে গাঁজায় আরো মানবিক সহায়তা পাঠানো সম্ভব হবে।

কিন্তু তার এই পরিকল্পনার নাচক করে দিয়ে জাতিসংঘের খাদ্য বিষয়ক বিশেষ প্রতিবেদন মাইকেল ফাকরি বলেন, কেউ নো যেটির কথা বলেননি  না ফিলিস্তানি জনগণ না মানবাধিকার বিষয়ক  প্রাণ কমিউনিটির কেউ।

তিনি বলেন, কোন জেডি কিংবা আকাশ থেকে ত্রাণ ফেলা বাড়িয়েও খুদা ও দুর্ভিক্ষ এড়ানো সম্ভব হবে না।ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে তিনি অযৌক্তিক নিষ্ঠুর ও তামাশা বলে বর্ণনা করেন।

উল্লেখ্য গাজা ইসরাইলের অব্যাহতা হামলার কারণে যেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে  একাধিকবার সতর্ক করেছে জাতিসংঘ।

ফাকরি বলেন, এই মুহূর্তে গাজার প্রতিটি লোক  ক্ষুধার্ত।

ইসরাইলের চলমান হামলায় এ পর্যন্ত 30 হাজার  878 জন নিহত রয়েছে।

এদের অধিকাংশ নারী ও শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *