আজকের শীর্ষ সংবাদ

লাগেজে পাওয়া গেল লাল পান্ডা সাপসহ ৮৭ পশুপাখি ব্যাংককের বিমানবন্দরে।

লাগেজে পাওয়া গেল লাল পান্ডা সাপসহ ৮৭ পশুপাখি ব্যাংককের বিমানবন্দরে
Spread the love

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে কয়েকজন যাত্রীর লাগেজ তল্লাশি করে পাওয়া গেছে লাল পান্ডাসহ মোট ৮৭টি প্রাণী।

এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তারা সবাই ভারতের নাগরিক।

বিজ্ঞাপন

বুধবার রাতের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

দেশের বাইরে প্রাণী পাচার করার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে সন্দেহভাজনদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

সুবর্ণভূমি বিমানবন্দরে জব্দ করা ৮৭টি প্রাণীর মধ্যে সাপ, তোতাপাখি এবং মনিটর টিকটিকিও রয়েছে বলে জানা গেছে।

থাইল্যান্ডের কাস্টমস কর্মকর্তারা এ বিষয়ে জানান, পাচারের জন্য এসব পশুপাখি ব্যাগে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল।

আটক ব্যক্তিরা এসব পশু-পাখি নিয়ে ব্যাংকক থেকে ভারতের মুম্বাইয়ে ফিরছিলেন।

থাইল্যান্ডের কাস্টমস কর্মকর্তাদের উদ্ধার করা পশু-পাখির কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে।

ছবিতে ঝুড়ির ভেতর একটি লাল পান্ডাকে দেখা গেছে। প্লাস্টিকের কনটেইনারের ভেতরে ছিল টিয়া পাখি। কাপড়ের ব্যাগের ভেতর জড়িয়ে ছিল নানান সাপ।

বন্যপ্রাণী পাচারের অন্যতম পরিবহণকেন্দ্র থাইল্যান্ড। পাচার করা এসব প্রাণী সাধারণত চীন ও ভিয়েতনামে বিক্রি করা হয়। তবে ভারতে বন্যপ্রাণীর বাজার ক্রমে বড় হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *