আজকের শীর্ষ সংবাদ

 ক্রিকেটার তামিমের “মুঠোফোনের আলাপন” সাজানো নাটক ছিল কি ?

ক্রিকেটার তামিমের “মুঠোফোনের আলাপন” সাজানো নাটক ছিল কি
Spread the love

৩৫ বছর বয়সের ক্রিকেটার বাংলাদেশের সেরা ওপেনার তামীম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজের একটি “ফোন আলাপ” মিডিয়ায় প্রকাশ পেয়েছে। 

তবে এটি সাজানো নাটক ছিল নাকি বাস্তবিক ফোন আলাপ ছিল এটা নিয়ে অবশ্যই  সংশয় থেকে যায় ।

বাংলাদেশ সংবিধান অনুযায়ী প্রত্যেকটি নাগরিকের এই অধিকার রয়েছে যে, সে তার চিঠিপত্র বা যোগাযোগের অন্যান্য উপায়ের মাধ্যমকে গোপন রাখবে।

তাই যারা বাংলাদেশের এই আইনকে অমান্য করে ব্যক্তির অনুমতি ছাড়া তার ফোন আলাপ প্রকাশ করছে তারা আইনগত দণ্ডনীয় অপরাধী বলে বিবেচিত হবে। এছাড়াও ইতিপূর্বে অনেকে এরকম আইন অমান্য করে ফোন আলপ ফাঁস করার ঘটনা রয়েছে।

এবারও এরকম ভাবে এমন একটি “ফোনালাপ”  ফাঁশ হয়েছে , যাতে তিনজন ক্রিকেটারের নাম জড়িয়ে রয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় তামিম-মিরাজের একটি “ফোন আলাপ” রেকর্ড সামাজিক মাধ্যমে প্রকাশ  হয়। 

যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মুশফিকুর রহিম তার বিষয়ে কথাবার্তা হচ্ছিল তামিম মিরাজ এর মধ্যে, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তারপরের দিন ফেসবুক পোস্টে তামিম ইকবাল বলেছেন  তিনি এই বিষয় নিয়ে কথা বলবেন আজ বুধবার ২০ এ মার্চ সন্ধ্যায়।

এ দিকে তামিম-মিরাজের ফোনালাপ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, এটি সাজানো নাটক। তবে আমরা দেখব তামিম ইকবাল এই বিষয় নিয়ে কি কথা বলেন আজ সন্ধ্যায়……… …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *