আজকের শীর্ষ সংবাদ

পার্ট : ২ তারাবি সালাতের রাকাত সংখ্যার বিস্তারিত

তারাবি সালাতের রাকাত সংখ্যার বিস্তারিত
Spread the love

দুই রাকাতের হাদিস সমূহ 

১.মারফু হাদিস- নবীজি সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আপন উম্মতকে রাতের সালাত দুই রাকাত দুই রাকাত করে আদায় করতে উৎসাহিত করেছেন। 

ইবন উমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সালামকে রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন- রাতের সালাত দুই দুই  রাকাত করে। তোমাদের কেউ যখন ফজর হওয়ার আশঙ্কা করবে এবং এক রাকাত পড়ে নেবে তা তার পূর্বে সালাতকে বেজোড় করে দেবে। 

 ২.মারফু হাদিস-  নবীজী সাঃ থেকে বর্ণিত আছে যে তিনি রমজানের কোন এক রাতে শুধু দুই রাকাত পড়েছেন। এটাই তার থেকে রমজান মাসের কি আমল লাইন বিষয়ে বর্ণিত সর্বনিম্ন সংখ্যা। ইমাম আহমদ ইবন হাম্বল রহ. বলেন, 

আমাদেরকে খালাস এবং ওয়ালিদ বলেছেন, আমাদেরকে ইয়াহইয়া ইবন জাকারিয়া বলেছেন, আমাদেরকে আলা ইবন মুসাইব বলেছেন, আমর ইবন মুররা থেকে, তিনি তালহা  ইবন ইয়াজীদ  আল আনসারী থেকে, তিনি বলেন আমি রমজানের এক রাতে নবী সাঃ এর কাছে এলাম।  তিনি যখন সালাতে দাঁড়ালেন, তাকবীরে বললেন, আল্লাহু আকবার( আরবি) তারপর সূরা বাকারা পড়লেন তারপর সূরা বাকারাহ ,সূরা নিসা তারপর সূরা আল ইমরান পড়লেন। 

প্রত্যেক ভীতি প্রদর্শনমূলক আয়তেই তিনি থামলেন। তারপর রুকু করলেন, যে পরিমাণ দাঁড়িয়ে ছিলেন। তারপর সামি আল্লাহ হুলিমান হামিদা রাব্বানা লাকাল হামদ( আরবি) বলে মাথা তুললেন। এবং পূর্বের দণ্ডায়মান কাল পরিমাণ অপেক্ষা করলেন।  তারপর তিনি  সিজদাহ করলেন।  সিজদাস থেকে উঠে রফিক  ফিরলি ( আরবি) বলে পূর্বের দণ্ডায়মান কাল পরিমাণ অপেক্ষা করে  আবার সিজদা করলেন।

এভাবে দূরাগত ছাড়া শেষ করতে বিল্লাল রাদিয়াল্লাহু তা’আলা আনহু এসে তাকে ফজরের সালাত বিষয়ে অবগত করলেন। 

 হাদিসটির  রবিগন সকলেই নির্ভরযোগ্য । ইমাম আহমদের ওস্তায খলাফ ইবন ওয়ালিদ আবুল ওয়ালিদ আলআতাকি নির্ভরযোগ্য। ইবন মাঈন, আবুজোড়া ও আবু হাতিম তাকে নির্ভরযোগ্য বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *