আজকের শীর্ষ সংবাদ

পার্ট : ৩ তারাবি সালাতের রাকাত সংখ্যার বিস্তারিত

তারাবি সালাতের রাকাত সংখ্যার বিস্তারিত
Spread the love

 পার্ট এক ; চার রাকাতের হাদিস সমূহ-

১.মারফু হাদিস: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি রাতে সাত রাকাত সালাত আদায় করেছেন। প্রথমে চার রাকাত  তারপর তিন রাকাত দ্বারা বিতর করেছেন ।ইমাম আবু দাউদ সুলাইমান ইবন রাহ. বলেন,

 আয়েশা রা.জিজ্ঞাসা করা হলো রাসূল সাঃ কত রাকাত বিতর পড়তেন? তিনি বললেন কখনো তিনি চার রাকাত তিন রাকাত দেন এবং তিন রাকাত পড়তেন কখনো ৮ রাকাত এবং তিন রাকাত আবার কখনো দশ রাকাত ও তিন রাকাত পড়তেন। তবে ৭  রাকাতের কম ও ১৩ রাকাতের বেশি ভিতর তিনি পড়তেন না। ( আবু দাউদ, আস সুনান ২/৪৬ )

এই হাদিসটি সমাজের সকল রাবি নির্ভরযোগ্য। শুধু মুয়াবিয়া এবং সালিহ  ছাড়া। তিনি সত্য পরায়ণ। হাদীসটি ইমাম আবু দাউদ তার দুইজন উস্তাদ থেকে বর্ণনা করেছেন, প্রথম ওস্তাদ আহমদ এবং সালেহ আল মিশরী আবু জাফর ইবন তাবারি সিকাহ হাদিসের  হাফেজ। 

ইমাম বুখারী ও আবু দাউদ তার হাদিস গ্রহণ করেছেন। দিতে ওস্তাদ মোহাম্মদ ইবন সালামা এবং আবু ফাতেমা আল মুরাদি আল  জামালী আল মিসরি গ্রহণযোগ্য ও প্রমাণযোগ্য।

 ইমাম মুসলিম ও অন্যান্য মুহাদ্দিস তার হাদিস গ্রহণ করেছেন। এ দুজনের ওস্তাদ আব্দুল্লাহ এবং মুসলিম আল কুরাশি আবু মোঃ আল মিসরী ফকিহ   হাফেজে হাদিস নির্ভরযোগ্য আবিদ।  মুহাদ্দিসগণ তার হাদীস গ্রহণ করেছেন।

আব্দুল্লাহ ইবন ওহাবের ওস্তাদ মুয়াবিয়া ইবন  হুদাইর   আলহাদরামি   আলহিমসি সত্যপরায়ণ  রাবি,তবে তবে তার কিছু ভুল আছে। মুসলিম ও সুনানে আর বা আর ইমামগণ তার হাদিস গ্রহণ করেছেন। তার ওস্তাদ আব্দুল্লাহ ইবন আবু আক্কাস আবুল আসওয়াদ আন নাসরিন তাবিঈ হাদিস বর্ণনা নির্ভরযোগ্য। বুখারী আল আদাবুল মুফরাদের মুসলিম ও শোনানের চার সংকলক তার হাদিস গ্রহণ করেছেন।

হাদীসটি থেকে প্রমাণিত হয় নবীজি সাঃ কোন কোন রাতে চার রাকাত কেমন লাইন এবং তিন রাকাত বিতর আদায় করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *