আজকের শীর্ষ সংবাদ

অভিযান চালানো হয়েছে ঢাকার রেস্তোরায় : ১৯ জন কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে , জামিন পেয়েছে দুইজন

Spread the love

গাউছিয়ার টুইন পিক ভবন  ধানমন্ডির সাত মসজিদ রোডে অবস্থিত সেই ভবনে যে সকল রেস্তোরাঁ রয়েছে গতকাল সেই সকল রেস্তোরাঁ গুলোতে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ ওই ভবনটিতে পরবর্তী দিনে আবার অভিযান চালিয়ে  ১২টি রেস্তোরাঁ রাজউক সিলগালা করে দিয়েছে।

গতকাল ঢাকার তিনটি এলাকায় গুলশান, ধানমন্ডি, ওয়ারী। বিভিন্ন রেস্তোরায় অভিযান চালনা করার পরে পুলিশ ২১ জনকে গ্রেফতার করেছিল। গ্রেফতারকৃতদের মধ্যে রেস্তোরাঁর মালিক এবং কর্মচারী ছিল।পুলিশ চারটি মামলা করেছে তাদের বিরুদ্ধে। মামলায় যে সকল অভিযোগ আনা হয়েছে  তা হল  রেস্তোরায় অগ্নি বা দাহ্য বস্তুর ব্যবহার সম্পর্কে ত্রুটি আচরণ বা দুষ্কর্মের সহায়তার।

পুলিশ তাদের ২১ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ সোমবার হাজির করেছিল। দুইজন জামিন পেয়েছে তাদের ভেতর থেকে। আদালত বাকি ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন (এসআই) মাহফুজুর রহমান ও রকিব হোসেন ঢাকা মহানগর পুলিশ এর তথ্য ও অপরাধ বিভাগের উপ-পরিদর্শক।

আদালত-সংশ্লিষ্ট ও পুলিশ সূত্রগুলো বলছে, ধানমন্ডির সাত মসজিদ রোড এ গতকাল ধানমন্ডি পুলিশ গাউসিয়ার টুইন পিক ভবনে থাকা প্রত্যেকটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে। ক্যাপিটাল লাউঞ্জ নামের একটি রেস্তোরাঁ যেটি জিগাতলার কেয়ারী ক্রিসেন্ট প্লাজায় অবস্থিত। সেখানে পুলিশ অভিযান চালিয়ে মালিক সহ ৫ জনকে গ্রেফতার করেছে। ক্যাপিটাল লাউঞ্জ রেস্টুরেন্টের মালিকের নাম মোঃ রেদোয়ান আহমেদ। পুলিশ ধানমন্ডির আরও একটি ভবনে অভিযান চালায় ভবনটির নাম জিএইচ হাইটস। ভবনের বিভিন্ন তলায় থাকা রেস্টুরেন্ট  এ অভিযান চালিয়ে সেখান থেকে দুজনকে গ্রেফতার করা হয়। সেখান থেকে বের হয়ে পুলিশ জিগাতলা মোড়ের দিকে এসে সেখান থেকে আরো একজনকে গ্রেফতার করে। ভাটারা থানা পুলিশ একটি বিরিয়ানি দোকানে অভিযান চালায়। যেটি ভাটারার জগন্নাথপুরে অবস্থিত। অভিযান চালিয়ে ভাটারা থানা পুলিশ  শেখান থেকে আরও তিনজনকে গ্রেফতার করে। পুরান ঢাকার র‍্যাংকিন স্ট্রিটের  একটি রেস্তোরায় অভিযান চালায় ওয়ারী পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে আরো দুজনকে গ্রেফতার করে।

পুলিশ যে সকল ব্যক্তিদের গ্রেফতার করেছে সে সকল ব্যক্তিদের আদালতে হাজির করার পরে আদালতের কাছে অনুমতি চেয়েছে তাদেরকে কারাগারে আটকে রাখার জন্য। অন্যদিকে জামিনের জন্য আদালতের কাছে আবেদন করে আসামিপক্ষ। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে ভাটারা এবং ধানমন্ডি এলাকা থেকে পুলিশ যে ১৯ জনকে গ্রেফতার করেছিল তাদের জামিন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর অনুমতি দিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের তথ্য ও অপরাধ বিভাগের এস আই রণপ কুমার ভক্ত জানিয়েছেন ওয়ারি এলাকা থেকে যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *