আজকের শীর্ষ সংবাদ

চট্টগ্রামের বাক্লিয়ায় একটি হিমাগারে আগুন।

Spread the love
This image has an empty alt attribute; its file name is ----1.png

ঢাকার পরপরই এবার চট্টগ্রামের বাকলিয়াতে একটি নির্মাণাধীন ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। তাজা মাল্টি পারপাস কোল্ড স্টুরেজ লিমিটেড নামের মাছ মাংস আর সবজির হিমাগারে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট বলে চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফারেন্সের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান।

স্থানীয়রা আগুন লাগার কারণ হিসেবে বেছে নিচ্ছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট বা সিগারেটের আগুন। যারা স্থানীয় তারা এমনটিই বলছেন। এখন বাইরে থেকে শুধু ধোয়াই দেখা যাচ্ছে, এবং ভিতরে যা কিছু আছে সব জলে ছাই হয়ে যাচ্ছে। মালিকরা বলছেন যে, তাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। তারা নতুন করে এই ফ্যাক্টরিটি তৈরি করতে যাচ্ছিলেন, কিন্তু তৈরি করার পূর্বেই আগুন। তারা অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বাহিরে স্থানীয় লোক অনেক সময় ধরেই অপেক্ষা করছেন। এবং তারাও আগুন নেভানোর এবং মানুষকে উদ্ধার করার কাজে ফায়ার সাভিসকে যথাসাধ্য সাহায্য করে যাচ্ছেন।

এর পূর্বে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিটের অক্লান্ত পরিশ্রমে রাত ১১ঃ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়চল্লিশ জন মৃত্যুবরণ করেন। এবং আরো ১২ জন চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে ভর্তি আছেন তারাও সংক্রামুক্ত নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *