আজকের শীর্ষ সংবাদ

নিয়ন্ত্রণে আসেনি মুন্সীগঞ্জে কারখানার আগুন, আহত ৭

Spread the love

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে সুপার ফরমিকা এন্ড লোমিনেশন সুপার বোর্ড নামের একটি কারখানার গোডাউনে আগুন লাগার 5 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি রোববার ২৪ মার্চ দুপুর একটা দিকে কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ।

আগুন মুহূর্তে আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে নদী তীরে নোঙর করা

পাঠখড়ি ট্রলারেও আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম অগ্নি নির্বাপনের কাজ শুরু করে তাদের সঙ্গে যোগ হয় অগ্নি নির্বাপক রোবট ও কারখানায় নিয়োজিত থাকা পাঁচ শতাধিক শ্রমিক ঢাকা সদর দপ্তরের ফায়ার সার্ভিসের উপপরিচালক খবর মোঃ সালেহ বলেন, খবর পেয়ে আমরা ঘটনার স্থলে ছুটে  যাই ।প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিসউপজেলার হোসেনদি ইউনিয়নের সিকিরগাঁও এলাকার ওই কারখানায় আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট। 

আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে কারখানার সাত শ্রমিক আহত হয়েছেন এদের মধ্যে

একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান কারখানাটি প্লাইবোর্ড দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে ওই গোডাউনে রাখে ।আজ দুপুর একটার দিকে হঠাৎ আগুন লেগে যায় ।প্রথমে প্রতিষ্ঠানটির  স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপনের কাজ শুরু করে পরে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আরও দশটি ইউনিট যোগ দেয় আরো কয়েকটি ইউনিট পথে আছে ভেতরে দাহ্য পদার্থ থাকায় নির্বাপনের সমস্যা হচ্ছে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি ।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজীব খান বলেন খবর পাওয়া মাত্রই আমরা

ঘটনাস্থলে ছুটে আসি। প্লাইবোর্ড কারখানার আগুন লাগায় এখনো জ্বলছে। এ ঘটনায় পাঁচ জনের মতো আহত হলেও এদের মধ্যে একজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এর আগে ২০১৩ সালে এই কারখানায় আগুন লেগেছিল বলে জানা যায় এবং তখন আগুন নিয়ন্ত্রণে আসতে টানা পাঁচ দিন সময় লেগেছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *