আজকের শীর্ষ সংবাদ

স্বাস্থ্যমন্ত্রী বললেন, যেখানে যাই, সেখানে শুনি হাসপাতালে ডাক্তার থাকে না।

Spread the love
স্বাস্থ্যমন্ত্রী বললে, যেখানে যাই, সেখানে শুনি হাসপাতালে ডাক্তার থাকে না।

আমি জাতীয় সংসদে গেলে সংসদ সদস্যরা আমাকে বলেন, তার এলাকায় চিকিৎসক থাকে না। যেখানেই যাই, সেখানেই শুনি হাসপাতালে ডাক্তার থাকে না। আমরা জানি চিকিৎসকদের নানা রকম সমস্যা ও প্রতিকূলতা আছে। কিন্তু মানুষকে তো চিকিৎসা দিতে হবে। বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শাহবাগের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে, সোসাইটি অব নিউজ অন নিউরোসার্জন অফ বাংলাদেশের ১০ তম জাতীয় নিউরোলজি কনফারেন্স অনুষ্ঠান হয়। সেখানে স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেন। সে সময় এসব কথা বলেন।

অনুষ্ঠানের স্বাস্থ্যমন্ত্রীর সমান্ত লাল সেন বলেন। গ্রামে গিয়ে চিকিৎসকেরা গ্রামের মানুষকে সেবা দেওয়া শুরু করুক, তাদের সুযোগ-সুবিধা আমি বাড়িয়ে দিব। আমি জান, প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসকদের কিছু অসুবিধা আছে। এসব অসুবিধা আমি নোট করেছি। যেসব চিকিৎসকেরা প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা দিতে যাবে, তাদের জন্য কি কি ইন্সেন্টিভ রাখা যায়, আমি সেগুলো নিয়ে কাজ করা শুরু করেছি। আমি চিকিৎসকদের সুবিধা যেমন দিব, চিকিৎসকদের কেউ রোগীদেরকে সেবা বুঝিয়ে দিতে হবে।

অনুষ্ঠানের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন। যদি কোন ডাক্তার উপজেলা হাসপাতালে থাকতে না চায়, তাহলে গ্রামের মানুষ কোথায় থেকে ভালো চিকিৎসা পাবে? চিকিৎসা খাতে সুনাম ফিরিয়ে আনতে হলে আমাদের কেউ প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বলেন। চিকিৎসকদের আরো কাজ করতে হবে, চিকিৎসার মান বৃদ্ধি করতে হবে। নতুন নতুন চিকিৎসা গবেষণায় মন দিতে হবে। চিকিৎসকদের উন্নত সেবা দিতে হলে ভালো মানের চিকিৎসা বিজ্ঞানের বই পড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *