আজকের শীর্ষ সংবাদ

পাখির নীড়কে রক্ষা করতে হবে।

Spread the love
পাখির নীড়কে রক্ষা করতে হবে।
পাখির নীড়কে রক্ষা করতে হবে।

মিসরবিজয়ী হযরত আমর বিন আ’স রাযি. কায়রোর দূর্গে হামলা করার সময় দূর্গের সামনে বিরাট তাঁবু স্থাপন করেছিলেন। যখন হামলা করার সময় এলো তখন তাঁবু খুলে ফেলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তাঁবু খুলতে গিয়ে দেখেন তার ওপর কবুতর আপন নীড় বানিয়ে ডিমের ওপর বসে তা দিচ্ছে, তাই তাঁবু গুটানো স্থগিত করে বললেন, এই কবুতর আমাদের তাঁবুতে আশ্রয় নিয়েছে, বাচ্চা ফুটিয়ে তাদের সঙ্গে নিয়ে কবুতর ওড়ে যাওয়া পর্যন্ত তাঁবু এভাবেই থাকবে। কয়েকজনকে তাঁবুর দায়িত্ব দিয়ে তিনি ইস্কান্দরিয়া অভিমুখে রওয়ানা করেন। ছয় মাস যুদ্ধ করে ইস্কান্দরিয়া বিজয় করেন।

-জাহানে দীদাহ: ১৪১।

হযরত আসমা-র বুদ্ধিমত্তা

২১. হযরত আসমা বিনতে আবু-বকর রাযি. বলেন, আমার আব্বা আবু-বকর নবীয়ে আকরাম-এর সঙ্গে মদিনায় হিজরত করেন। আপন পুঁজি পাঁচহাজার দিরহাম সঙ্গে নিয়ে যান, ঘরে কোন টাকা রেখে যাননি। আমার দাদা আবু-কুহাফা দৃষ্টিহীন ছিলেন। (তখনও মুসলমান হননি।) তিনি এসে আমাদের বললেন, তোমাদের পিতা জান ও মাল উভয় ক্ষেত্রে তোমাদের বিপদে ফেলে গেছেন। আমি তাঁকে অভয় দিয়ে বলি, দাদাজান! আব্বা অনেক সম্পদ রেখে গেছেন। আলমারির তাকে ছোট ছোট পাথর রাখা ছিল, সেগুলো কাপড় দিয়ে ঢেকে কাপড়ের ওপর দাদার হাত রেখে বললাম, দেখুন এগুলো আমাদের জন্য রেখে গেছেন। দাদাজান শান্ত হয়ে বললেন, যাক এসব রেখে গেছেন, ভালো করেছেন।

মুমিনউ কি যেহানত কে কিসে: ১৬৪।

কাঁটা দিয়ে কাঁটা তোলা

২২. হযরত মুগিরা বিন শো’বা রাযি.-কে হযরত ওমর রাযি. বাহরাইনের শাসক নিয়োগ দেন। এক পর্যায়ে বাহরাইনবাসী তাঁকে অপছন্দ করায় হযরত ওমর তাঁকে ফিরিয়ে আনেন। তখন হযরত মুগিরাকে অভিযুক্ত করার জন্য একজন নেতা একলক্ষ দিনার সংগ্রহ

করে হযরত ওমরের কাছে এসে বলে, একলক্ষ দিনার মুগিরা খেয়ানত করেছেন এবং আমার কাছে জমা রেখেছেন। হযরত ওমর রাণি, হযরত মুগিরা বাষি-কে ডেকে পাঠালেন এবং জানতে চাইলেন ওই ব্যক্তি যে দাবি করছে এ ব্যাপারে তোমার বক্তব্য কী? মুগিরা রাখি, বললেন, সে মিথ্যা বলছে, আমি তো তাকে দুইলক্ষ দিনার দিয়েছিলাম। ওমর রাখি, জানতে চাইলেন, এত দিনার কেন রাখলে? হযরত মুগিরা রাযি. বললেন, আপন পরিবার-পরিজনের জন্য। তখন হযরত ওমর রাযি, ওই নেতাকে বললেন, তিনি যে বলছেন দুইলক্ষ দিনার তা-কি ঠিক? তখন নেতা বলে, আল্লাহর কসম, আমি সত্য খুলে বলছি, তিনি আমার কাছে কোনো দিনার রাখেননি, অল্পও না বেশিও না। আপনি তাকে পুনরায় নিয়োগ দিতে পারেন এই আশঙ্কায় মিথ্যা ঘটনা সাজিয়ে ছিলাম।

হযরত ওমর রাযি, ওই নেতা চলে যাওয়ার পর মুগিরা রাযি.-কে বললেন, আসল ঘটনা কী? মুগিরা রাযি, বললেন, এই দুষ্ট ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিল, তাই চাইলাম তাকে অপদস্ত করে দিই।

– মুমিনউ কি যেহানত কে কিসসে: ৫১।

বুমেরাং

২৩. দুই ব্যক্তি যারা ফেরাউনকে খোদা মানতো ওরা এক মুসলমান ব্যক্তির বিরুদ্ধে ফেরাউনের কাছে অভিযোগ করে, সে আপনাকে খোদা মানে না। ফেরাউন বলল, ওকে নিয়ে আসো। সে দরবারে হাজির হলে ফেরাউন জিজ্ঞেস করে, তোমার খোদা কে? মুসলিম ব্যক্তি বলে, আগে ওদের জিজ্ঞেস করুন। তখন ফেরাউন ওদের প্রশ্ন করে, তোমাদের খোদা কে? ওরা বলে, আপনিই আমাদের খোদা। এবার ফেরাউন মুসলিমকে পুনরায় জিজ্ঞেস করে, এখন বল তোমার খোদা কে? মুসলিম জবাব দেয়, যিনি ওদের খোদা তিনিই হলেন আমার খোদা। (অর্থাৎ আল্লাহ আমার, ওদের এবং সকলের খোদা।) ফেরাউন আপন স্থূলবুদ্ধি দিয়ে তার জবাবের মর্ম উপলব্ধি করতে ব্যর্থ হয়। সে মনে করে মুসলিম ব্যক্তি তাকেই খোদা বলে স্বীকৃতি দিয়েছে। তখন ফেরাউন অভিযোগকারী দুইজনের উদ্দেশে বলে, তোমরা এমন এক ব্যক্তির বিরুদ্ধে নালিশ করেছ যে, আমাকে খোদা স্বীকার করে। তোমরা অন্যায়ভাবে তাকে হত্যা করাতে চেয়েছ। এর শাস্তিস্বরূপ তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *