আজকের শীর্ষ সংবাদ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা সবুজের চাদরে ঢেকে যাচ্ছে।

Spread the love

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা সবুজের চাদরে ঢেকে যাচ্ছে! ইসলামের পবিত্রতম এই শহরটিতে গত পাঁচ মাসে ৬০০ শতাংশ গাছপালা বৃদ্ধি পেয়েছে। এতে ধুধু মরুর বালুকাময় গাছপালা দিয়ে ঢেকে যাচ্ছে,যা গোটা বিশ্বের সকল মানুষকে অবাক করে দিচ্ছে! বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গিয়েছে যে ওই অঞ্চলের গাছ বৃদ্বির কারণ হচ্ছে মৌসুমী বৃষ্টিপাত। বৃষ্টির পরিমাণ এতটাই বেড়েছে যে কয়েকটি এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিজ্ঞানীরা এই বিষয়ে নানা কারণ উল্লেখ করলেও অনেকে এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লামের বাণী স্মরণ করে দিয়ে কেয়ামতের আলামত সামনে নিয়ে আসছে। কিয়ামতের প্রকৃত জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে;তবে রাসূল দিনের কিছু নিদর্শন বর্ণনা করে দিয়েছেন। তিনি বলেন আরব ভূখণ্ডে তৃণলতা ও নদী নালা ফিরে না আসা পর্যন্ত কেয়ামত অনুষ্ঠিত হবে না। এ ধরনের আরো একাধিক বর্ণনা রয়েছে। এর ব্যাখ্যায় আলেমগণ বলেন যে আরব ভূখণ্ডে নদী নালা ও ত্রীললতা জন্মাবে তবে বর্তমানে হাদিসে উল্লেখিত সেই অবস্থা পুরোপুরি দৃশ্যমান নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *