আজকের শীর্ষ সংবাদ

বিপিএল ফাইনালে লাল সমুদ্র দেখা যায় মিরপুরের গ্যালারিতে

Spread the love

খেলা শুরুর অনেক আগে থেকেই গ্যালারি কান্নায় কান্নায় ভর্তি। বিপিএলের ফাইনাল বলে কথা! তার ওপর আরো সাপ্তাহিক ছুটির দিন। তবে যারা টিকেট পেয়েছেন, তাদেরকে ভাগ্যবান বলতেই হবে। দুইদিন ধরে “সোনার হরিণ” বিপিএল ফাইনালের টিকেটের জন্য দর্শকদের হাহাকার শোনা গেছে। 

বিপিএল ফাইনালে লাল সমুদ্র দেখা যায় মিরপুরের গ্যালারিতে
বিপিএল ফাইনালে লাল সমুদ্র দেখা যায় মিরপুরের গ্যালারিতে

 আজ বিকালে মাঠে প্রবেশের সময় বরিশালের জার্সি গায়ে এক ব্যক্তি বলছিলেন, কপাল ভালো বলতেই হবে। অবশেষে টিকেট পেয়েছি। আমার বন্ধুরা অনেক চেষ্টা করার পরও পাইনি। মনে হচ্ছিলো, বিপিএল ফাইনাল্যার টিকেট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দুর্লভ জিনিস।

আসলেই তাই, টিকেট কাউন্টারে মারামারি, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের লাঠি চার্জ— গতকাল ফাইনালের আগের দিন মিরপুরের সবই হয়েছে। আজও কাউন্টারে পুলিশের সঙ্গে সমর্থকদের দফাই দফায় লেগে গেছে।

অনলাইনে টিকিট আগেই শেষ হয়ে গেছে, কাউন্টার টিকিটও শেষ হয়ে গেছে অনেক আগেই। টিকেট প্রত্যশিদের সামলা তে না পেরে বিসিবির নির্ধারিত দু’টি টিকেট কাউন্টারের একটি কালেই বন্ধ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *